দৈনিক দিনের কণ্ঠঃ চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৭৫৪ কোটি মার্কিন ডলারের। এই রপ্তানি আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় শূণ্য দশমিক ৮৮ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যা থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ডলার।
ইপিবির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাক থেকে ২ হাজার ৩৩৯ কোটি ১৩ লাখ ডলার আয় হয়েছে। এর মধ্যে নীট পোশাক (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রপ্তানি হয়েছে ১ হাজার ৩৪৮ কোটি ডলারের সমমূল্যের এবং ওভেন পণ্যের (শার্ট,প্যান্ট জাতীয় পোশাক) রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৯৯১ কোটি ১১ লাখ ডলার।
এছাড়া, জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তানী হয়েছে পাট ও পাটজাত পণ্য ৪৩ কোটি ৬১ লাখ ডলার, হোম টেক্সটাইল ৩৭ কোটি ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য ৫২ কোটি ৩০ লাখ ডলার, প্লাস্টিক পণ্য ১১ কোটি ৬৬ লাখ ডলার, কৃষিজাত পণ্য ৫০ কোটি ৭৯ লাখ ডলার, হিমায়িত মাছ ২১ কোটি ৫১ লাখ ডলার এবং রাসায়নিক পণ্য ১৭ কোটি ৪৯ লাখ ডলার।
এদিকে, গত ডিসেম্বর মাসে রপ্তানি আয় এসেছে ৫৩০ কোটি ৮০ লাখ ডলার।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com