ঢাকা, রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
দেশজুড়েসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের রাইজিং স্পিনিং মিলের প্রায় আড়াই হাজার শ্রমিক সরকার নির্ধারিত বেতন কাঠামোতে বেতন না পেয়ে ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে ওই টেক্সটাইল মিলের কর্মীরা এই অবরোধ শুরু করেন। এঘটনায় মহাসড়কের উভয় দিকে এক কিলোমিটার করে যানবাহনের লম্বা জট লেগে যায়। পরে সকাল পৌনে ১০টায় সাটুরিয়া থানা পুলিশ ও  গোলড়া হাইওয়ে থানা পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা করেন। তখন শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকেন্দু বসু এই তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া অংশের নয়াডিঙ্গি এলাকায় রাইজিং টেক্সটাইল মিলের কর্মীরা সরকার নির্ধারিত কাঠামোর বেতনের দাবি করেন। প্রথমে তারা মিলের অভ্যন্তরে বিক্ষোভ করেন। পরে মিলের সামনে ঢাকা-আরিচা সড়কে জড়ো হয়ে অবস্থান শুরু করেন।  শ্রমিকদের অবরোধের কারণে সড়কের উভয় পার্শ্বে যানজটের সৃষ্টি হয়।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ