ঢাকা, সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
জাতীয়সুনামগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

সুনামগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সিলেট-সুনামগঞ্জ সড়কে মাছবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বড়কাপন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত ১ জনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়াও অন্য দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ওসি শাহ আলম জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। হাতের ছাপ নিয়ে রাখা হয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ