ঢাকা, সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, 

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আন্তর্জাতিকমাস্ককে গাজায় আমন্ত্রণ জানালো হামাস

মাস্ককে গাজায় আমন্ত্রণ জানালো হামাস

গাজার পরিস্থিতি নিজ চোখে দেখে যাওয়ার জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়েছে হামাস। সম্প্রতি ইসরাইল সফর করেন মাস্ক। সেখানে তাকে হামাসের আক্রমণের বিভিন্ন প্রমাণ ঘুরিয়ে দেখান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানালো হামাস। ইসরাইল গত সাত সপ্তাহ ধরে গাজায় কেমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা মাস্ককে সরাসরি দেখাতে চায় হামাস। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামাদান মঙ্গলবার মাস্কের প্রতি ওই আহ্বান জানান। তিনি বলেন, আমরা ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানাই। যাতে তিনি দেখতে পারেন গাজাবাসীর ওপর কি ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বয়ে আনা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে মাস্কের প্রতি ওই আহ্বান জানান তিনি। ওসামা আরও বলেন, গত ৫০ দিনে ইসরাইল ৪০ হাজার টনেরও বেশি বিস্ফোরক ছুঁড়েছে গাজার ওপরে।

এর একদিন আগেই এক্সের মালিক ইলন মাস্ক ইসরাইলের কিব্বুতজ সফর করেন।

গত ৭ই অক্টোবর সেখানে হামলা চালিয়েছিল হামাস। তিনি সেখান থেকে প্রতিশ্রুতি দেন যে, অনলাইনে ঘৃণা বন্ধে যা যা করা প্রয়োজন তিনি তা করবেন। সম্প্রতি ইলন মাস্কের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা হয়েছিল যে তিনি ইহুদি বিদ্বেষী এবং তিনি গাজার পক্ষে অবস্থান নিয়েছেন। এরপরই ইসরাইল সফরে যান মাস্ক। সেখান থেকে তিনি শান্তির ডাক দেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ