ঢাকা, রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
দেশজুড়েউপজেলাসাংবাদিকদের সাথে মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রী’র মতবিনিময় সভা

সাংবাদিকদের সাথে মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রী’র মতবিনিময় সভা

আল-আমিন হোসাইন, পিরোজপুর প্রতিনিধিঃ শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশের ব্যাপক উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে। কলম সৈনিকদের মাধ্যমে দিন-রাত ২৪ ঘন্টা দেশের সকল কার্যক্রম ও ভালো মন্দ সম্পর্কে মানুষ জানতে পারে। সংবাদকর্মীরা জীবনের ঝুকি নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। দেশের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। আমি নিজেও একজন সংবাদকর্মী এবং সাংবাদিক বান্ধব মানুষ।

সোমবার(০১ জানুয়ারী) উপজেলার ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খানের সলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রী এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শ ম রেজাউল করিম। এছাড়া উপজেলার পাড়েরহাট আবাসন, ইন্দুরকানী গুচ্ছগ্রাম, ইন্দুরকানী বাজার, কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করলে প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী হবে এবং পূণরায় সরকার গঠনে এগিয়ে যাবে। এ আমলের মানুষ শান্তিতে থাকতে চায়, সন্ত্রাসমুক্ত জীবন গড়তে চায়। তার ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদের পাশে নির্বাচিত এমপি হিসেবে থাকতে চাই।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ