প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
মাগুরায় জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার
মো: আহম্মদ আলী, মাগুরা প্রতিনিধিঃ গতকাল শনিবার রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় মাগুরা মোহাম্মদপুর থানাধীন পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পনা মোতাবেক ভিকটিম ১. সবুজ মোল্লা (৩০) ও ২. হৃদয় মোল্লা (১৭) উভয় পিতা মো: মঞ্জু মোল্লা সাং- পানিঘাটা মধ্যপাড়া, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুরায়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। উক্ত হত্যার ঘটনায় এলাকার জনসাধারণ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ প্রদান করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে আসামী মো: আশিকুর রহমান (১৭) পিতা- ফারুক শিকদার সাং- পানিঘাটা, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুরাসহ কয়েকজন ভিকটিম ১. সবুজ মোল্লা (৩০) ও ২ হৃদয় মোল্লা (১৭) স্বয়কে ডাব খাওয়ার কথা বলে আসামী মো: আশিকুর রহমান ৩০/১২/২০২৩ দিবাগত রাত্রে আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় ঢোকচান্দের মাঠে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক অন্যান্য সহযোগী আসামীরা তাদের অনুসরণ করতে থাকে। ভিকটিময় তাদের কাংখিত স্থানে পৌঁছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীসহ তার অন্যান্য সহযোগী আসামীরা অতর্কিতভাবে ভিকটিমদ্বয়কে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। আটককৃত আসামী পুলিশের নিকট ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com