প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৪, ৩:২১ অপরাহ্ণ
ভালুকায় নতুন বছরে বই উৎসব অনুষ্ঠিত
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আয়োজনে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি (সোমবার) সকালে উপজেলার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাছুমা সুলতানা খানম, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমীন মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জানা যায়, উপজেলায় মোট ৩৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ হাজর ৮ শত ২৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩লক্ষ ৪ হাজার এবং ১ শত ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com