ঢাকা, রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
দেশজুড়েপ্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে গলাচিপায় সংবাদ সম্মেলন 

প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে গলাচিপায় সংবাদ সম্মেলন 

শপথ দাশ, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। গত ৩০ ডিসেম্বর শনিবার বেলা দুইটার দিকে বাংলাদেশ কেন্দ্রীয় আ’লীগের শ্রমো উপকমিটির সদস্য কামরান শহীদ প্রিন্স মহব্বত তার নিজ বাসভবনে বসে এ সংবাদ সম্মেলন করেন।
স্বতন্ত্র প্রার্থী (অবঃ) লেঃ জেনারেল আবুল হোসেন এর স্বপক্ষে কামরান শহীদ প্রিন্স মহব্বত বলেন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আ’লীগ নৌকা মার্কার প্রার্থীর উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, মাইনুল ইসলাম রনো কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
এ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী, তোফায়েল আহমেদ বা আমাকে নিয়ে অকত্ত ভাষায় গালি দিয়েছে তাতে তার কোন আক্ষেপ নেই। কিন্তু আ’লীগ পন্থী নৌকার লোক হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নৌকা মনোনীত প্রার্থীকে আহবান করি এ ধরনের ব্যক্তিদের বর্জন করা উচিৎ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, গলাচিপা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের পিপি মামুন খান।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ