সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার জনগণকে ভোট বর্জনের আহবান জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কদিন ধরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সরকারের পদত্যাগ, অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে তৃতীয় দফায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে ।
শনিবার (৩০ ডিসেম্বর, ২০২৩ ) সকাল ১০ টার সময় সিরাজগঞ্জ সদর ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নে চর হরিপুর গ্রামের সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন। সে সময় বিএনপির নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে শ্লোগান দেন ও ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সে সময় তার সাথে ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম-(রফিক), সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান-(তারেক), ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রেজা (মেম্বার), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান মনির সহ ইউনিয়ন বিএনপি ,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতারন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।