তৌহিদুল ইসলাম তুষার, পাবনাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা -৪ আসনে নৌকা প্রার্থী জনাব গালিবুর রহমান শরীফকে আজ সকাল ১১ ঘটিকায় রুপপুর বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পাকশী ইউনিয়ন পরিষদ কর্তৃক এক গণ সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব সাইফুজ্জামান পিন্টু।
আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ঈশ্বরদীর পৌর মেয়র জনাব আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ,পাকশী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।প্রধান অতিথি জনাব গালিবুর রহমান শরীফ ভালবাসায় সিক্ত হয়ে সকলের নিকট দোয়া ও আগামী ৭ই জানুয়ারি সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট প্রদান করে জননেত্রী শেখ হাছিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com