ঢাকা, রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি, 

রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
দেশজুড়েউপজেলারাজাপুরে গোলাপফুল প্রতীকের গণসংযোগ ও উঠান বৈঠক

রাজাপুরে গোলাপফুল প্রতীকের গণসংযোগ ও উঠান বৈঠক

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের গোলাপফুল প্রতীকের জাকের পার্টির প্রার্থী মাও. আবু বকর সিদ্দিক গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন। রাজাপুর ও কাঠালিয়া শহরের বিভিন্ন এলাকায় গোলাপফুল প্রতীকে ভোট প্রার্থনা করে কর্মী সমর্থক ও নেতৃবৃন্দেদের নিয়ে এ নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন প্রার্থী মাও. আবু বকর সিদ্দিক। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজাপুরের শহর, সাতুরিয়া ও মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা, সাতুরিয়া, আমতলা বাজার, হালদারখাটি ও সাতুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠক করে ভোট প্রার্থনা করা হয়। এ সময় রাজাপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মনির হোসেন, কাঠালিয়া উপজেলা জাকের পার্টির সভাপতি কবির সিকদার, সম্পাদক কামরুল হাওলাদার, শৌলজালিয়া ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার, সদর ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক, চেচরিরামপুর ইউনিয়নের সভাপতি মোঃ হারুন, আমুয়ার সভাপতি তোফাজ্জল হোসেন, সাতুরিয়ার সভাপতি ইব্রাহিম, শুক্তাগড়ের সভাপতি মনির হোসেন, মঠবাড়ি ইউনিয়নের বাবৃুল হোসেন, গালুয়া ইউনিয়নের সভাপতি নান্নু মিয়া, বড়ইয়া ইউনিয়নে ফারুক মোল্লা, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মেহেদি হাসান, রাজাপুরের যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সম্পাদক সাজ্জাদ হোসেন, রাজাপুর উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি লুৎফর রহমান প্রমুখ দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা অংশ নেন।এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। দিনব্যাপি এ প্রচারনা চালানো হবে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের গোলাপফুল প্রতীকের জাকের পার্টির প্রার্থী মাও. আবু বকর সিদ্দিক জানান, বিভিন্ন এলাকার ভোটারদের মাঝে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে, তারা গোলাপফুলে ভোট দিতে আগ্রহী। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পেলে ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে বিপুল ভোটে গোলাপফুল প্রতীক বিজয়ী হবো বলে আশা করছি ইনশাল্লাহ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ