কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার মালদ্বীপ ফেরত প্রবাসী সাইদুল সাগরে ডুবে মারা গেছেন।
গত সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সাগরে মাছ ধরতে গিয়ে তিনি সাগরে নিখোঁজ হন। পরে সহকর্মীরা তার লাশ সাগর ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
সাইদুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৌজুরী গ্রামের আলাউদ্দিনের ছেলে।
সাইদুলের বাবা আলাউদ্দিন বলেন, তার ছেলে ৮ বছর ধরে মালদ্বীপে কর্মরত ছিল। গত সোমবার রাত ২টার পর আমার ছোট ছেলে ফোন দিয়ে বলে আমার ভাই নাই। আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সাইদুল ছিল সবার বড়। আমার পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার বড় ছেলে। আমি আজ বড় অসহায় হয়ে গেলাম। আমার ছেলের লাশটা যেন দ্রুত দেশে এনে মাটি দিতে পারি সরকারের কাছে আকূল আবেদন।
সাইদুলের একমাত্র ছেলে হোসাইন (৮) বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। সে জন্মের পর তার বাবাকে কখনও দেখেনি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com