কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার মালদ্বীপ ফেরত প্রবাসী সাইদুল সাগরে ডুবে মারা গেছেন।
গত সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সাগরে মাছ ধরতে গিয়ে তিনি সাগরে নিখোঁজ হন। পরে সহকর্মীরা তার লাশ সাগর ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
সাইদুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৌজুরী গ্রামের আলাউদ্দিনের ছেলে।
সাইদুলের বাবা আলাউদ্দিন বলেন, তার ছেলে ৮ বছর ধরে মালদ্বীপে কর্মরত ছিল। গত সোমবার রাত ২টার পর আমার ছোট ছেলে ফোন দিয়ে বলে আমার ভাই নাই। আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সাইদুল ছিল সবার বড়। আমার পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল আমার বড় ছেলে। আমি আজ বড় অসহায় হয়ে গেলাম। আমার ছেলের লাশটা যেন দ্রুত দেশে এনে মাটি দিতে পারি সরকারের কাছে আকূল আবেদন।
সাইদুলের একমাত্র ছেলে হোসাইন (৮) বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। সে জন্মের পর তার বাবাকে কখনও দেখেনি।