প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ
ভোলায় পূবালী ব্যাংকের ৫০২তম শাখা উদ্বোধন
ভোলা প্রতিনিধি: ভোলার জেলার বোরহানউদ্দিনে পূবালী ব্যাংক পিএলসি ৫০২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌর শহরের পশ্চিম বাজার বিএম কমপ্লেক্সের ২য় তলায় ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই শাখা উদ্বোধন করেন।
পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান শেখ মো: সামছুদ্দোহা'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি। আরো বক্তৃতা করেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,দৈনিক আজকের ভোলা পত্রিকার বোরহানউদ্দিন ব্যুরো চীফ, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক, ভোলা টাইমস পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি আশিকুর রহমান।
প্রমুখ।
এসময় বোরহানউদ্দিন পূবালী ব্যাংক পিএলসি’র ৫০২ তম শাখার ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ীসহ সুধীসমাজ উপস্থিত ছিলেন।
বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান সভাপতির বক্তব্যে বলেন, পূবালী ব্যাংকের গ্রাহকদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, আমারা দায়বদ্ধতা থেকে গ্রহকের সর্বচ্চো সুবিধা দিয়ে থাকি। আমারা আশা করি, আপনারা আমাদের সাথে থাকবেন, পূবালী ব্যাংকের সাথেই থাকবেন। তিনি শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ৫০২ তম শাখার সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com