ঢাকা, শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
দেশজুড়েঈশ্বরদীতে ছাত্রলীগ ও বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ  

ঈশ্বরদীতে ছাত্রলীগ ও বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ  

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী পৌর শহরের পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণার সময় বিএনপি’র নেতার্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ছাত্রলীগের নেতকার্মীদের সঙ্গে বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এছাড়া তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব জানান, সকালে পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা নৌকার প্রচারণা চালাচ্ছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণ করে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিএনপি’র লোকজন পালিয়ে যায়। পরে তারা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এসময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, আমরা জেনেছি নাশকতার পরিকল্পনায় বিএনপি পিয়ারপুর মোড়ে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের নমুনা ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছি। এলাকায় পুলিশী টহল জোরদার করা হচ্ছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ