প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ
ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ক্যাম্পে আগুন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থীর একটি প্রচারণা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা।
শনিবার (২৩শে ডিসেম্বর) রাতের কোনো একসময় উপজেলার হবিরবাড়ী মিন্না মার্কেট এলাকায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার সকালে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা।
পরে ভালুকা মডেল থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সমর্থকরা জানায়, স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের ট্রাক মার্কার প্রচারণা কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পে তালা দিয়ে বাসায় চলে যান নেতাকর্মীরা। পরে রাত তিনটার দিকে জানতে পারেন তাদের ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। এতে ক্যাম্পের সকল মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলেও জানান তারা।
ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম দৈনিক দিনের কণ্ঠ’কে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com