ঢাকা, শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি, 

শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
দেশজুড়েঅবরোধের সমর্থনে সিরাজগঞ্জ বিএনপির মহাসড়কে বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে সিরাজগঞ্জ বিএনপির মহাসড়কে বিক্ষোভ মিছিল

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ভোট বর্জন ও বর্তমান সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে তিন দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের পর আজ সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ বিএনপির। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে ডামি দল ও ডামি প্রার্থীর নির্বাচন বলে দাবি করছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন সংগঠন। তারা একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসাবে অবরোধের সমর্থনে সিরাজগঞ্জ জেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রবিবার (২৪ডিসেম্বর) সকালে অবরোধের সমর্থনে মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নেতৃত্বে ঢাকা মহাসড়কে বিশাল এক মিছিল হয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামন মুরাদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মনির, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক পারভেজ আহমেদসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ