ভেড়ামারা প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কে.বি ফাউন্ডেশন-৯৮ মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ই ডিসেম্বর ২০২৩ইং তারিখ রোজ মঙ্গলবার রাত্রী ৮টা থেকে রাত্রী ১২ ঘটিকা পর্যন্ত ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া, দক্ষিণ ভবানীপুর, উত্তর ভবানীপুর, সোনালী ফ্যাক্টরীপাড়া, ভাঙ্গাপুল ও সাতবাড়ীয়া বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন গ্রামের যারা এতিম-অসহায়, বিধবা, অসচ্ছল,প্যারালাইড রোগী এমন শতাধিক পরিবারে শীতবস্ত্র কম্বল এবং নগদ অর্থ পৌছে দেওয়া হয় তাদের নিজ নিজ বাড়ী। সংগঠনটি দুস্থ্য, এতিম, অসহায়, রোগাক্রান্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছে। ইতিপূর্বে ৩২টি পরিবার এবং কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান সহযোগিতা প্রদান করে। জানা যায়, প্রথমে কয়েকজন বন্ধু মিলে সংগঠনটি আরম্ভ করে। পরে তাদের সহযোগিতা করতে এগিয়ে আসে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধু এবং বান্ধবি। এদের মধ্যে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও তারা বন্ধুদের উদ্দ্যোগে স্ব-ইচ্ছায় এগিয়ে আসে। এই সংগঠনটি ধারাবাহিকভাবে তাদের সামাজিক কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন ধরে। এই সংগঠনটি পরিচালনায় আছে এসএসসি ব্যাচ-১৯৯৮ এর সকল বন্ধুগণ। ভবিষ্যতেও ধারাবাহিক ভাবে কে.বি ফাউন্ডেশন-৯৮ সংগঠনটি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন। ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com