ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
শিক্ষাক্যাম্পাসকোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের জনসংযোগ 

কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের জনসংযোগ 

জাবি প্রতিনিধি: প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সকল সরকারী চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের অংশ হিসেবে ছুটির দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন হলে জনসংযোগ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (৬জুলাই) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা তাদের জনসংযোগ কর্মকাণ্ড বঙ্গবন্ধু হল থেকে শুরু করে বিভিন্ন হলঘুরে নওয়াব ফজিলাতুন্নেছা হলে গিয়ে শেষ করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
জনসংযোগ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা জমায়েত করেন। এসময় কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, আজকে ছুটির দিনের কর্মসূচি হিসেবে আমরা সকল হলে হলে জনসংযোগ করেছি। আমরা সকলের কাছে আমাদের চাওয়া এবং দাবি উত্থাপন করেছি। আমরা দ্রুত এই কোটাব্যবস্থা থেকে মুক্তি চাই। আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা অব্দি ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা হবে। যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা সারা বাংলাদেশকে অচল করে দিব।’’
এর আগে গতকাল শিক্ষার্থীদের একত্রে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ব্যাচ এবং বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। শিক্ষকরা ক্লাসে ফিরলেও তারা দাবি আদায় না হওয়া অব্দি এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ