ঢাকা, শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৬ হিজরি, 

শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫
দেশজুড়েবাঘায় চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ

বাঘায় চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী এলাকায় পণ্যবাহী ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে করে ট্রাকটি আগুনে পুড়ে বেশকিছু ক্ষয়ক্ষতির পাশাপাশি ট্রাকের চালক মানিক(৪০) গুরুতর ভাবে আহত হয়। আহত ট্রাক চালক মানিক মাগুরা সদর উপজেলার পটিয়া গ্রামের মৃত গরুপদ দাসের ছেলে। মঙ্গলবার রাত্রি সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, নওগাঁ থেকে চাউল বোঝাই ট্রাকটি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মধ্যে পথে রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী ( প্রাণী সম্পদ অফিস) সামনে আসলে দুর্বৃত্তরা ট্রাকটিতে ককটেল নিক্ষেপ করে। এতে ট্রাকটি আগুনে পুড়ে যায় এবং চালকের মুখমন্ডল ও  শরীর কিছু অংশ ঝলশে যায়। আহত চালককে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দৈনিক দিনের কণ্ঠ’কে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ককটেল নিক্ষেপ কারীরা পালিয়ে যায়। ককটেল নিক্ষেপ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তন্ময় দেবনাথ/দৈনিক দিনের কণ্ঠ/আরএস

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ