আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ শীতকাল, ১১ই রজব, ১৪৪৭ হিজরি

বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫

নিখোঁজের পর পদ্মা নদী থেকে সুকানির লাশ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে নিখোঁজের ৬ দিন পর আরিফ শেখের (৪৫)লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার ভোরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার ব্রিগেডকে জানালে তারা এসে লাশটি উদ্ধার করে।

গত বুধবার সকালে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকায় পদ্মা নদীতে বালু বোঝাই বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হন আরিফ শেখ। তিনি ওই বাল্কহেড এর সুকানি ছিলেন।

আরিফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে সবার বড় আরিফ। তিনি এক মেয়ে ও দুই ছেলের পিতা।

নৌ পুলিশ এর উপ পরিদর্শক আবুজর গিফারি জানান, এ বিষয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img