
শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এতে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিট থেকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে রেখেছে তারা।
তিনি জানান, আজ (সোমবার) দুপুর ১২টা ১০ মিনিট থেকে শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এতে করে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে, সড়কের অন্য পাশে বিমানবন্দরগামী লেন চালু রয়েছে। গতকালও তারা হাদি হত্যার বিচারের দাবিতে সাড়ে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।




