আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ শীতকাল, ১১ই রজব, ১৪৪৭ হিজরি

বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৬

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৩৬ মিনিটের দিকে প্রাদেশিক রাজধানী মানাডোর একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

পোলদা সুলুতের জনসংযোগ কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানান, উত্তর সুলাওয়েসি আঞ্চলিক পুলিশের হাসপাতালে লাশ শনাক্ত করার কাজ চলছে।

পুলিশ জানায়, আগুন লাগার পরপরই দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img