আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ শীতকাল, ১১ই রজব, ১৪৪৭ হিজরি

বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫

ঢাকায় মাঝারি কুয়াশায় শীতের দাপট অব্যাহত

রাজধানী ঢাকায় শীতের প্রভাব অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে মাঝারি কুয়াশায় ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন দেখা গেছে। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img