আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বুধবার, নভেম্বর ৫, ২০২৫
রাজনীতিঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন স্নিগ্ধের

ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন স্নিগ্ধের

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
একইসঙ্গে গুঞ্জন উঠেছে, তিনি ঢাকা-১৮ আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন। এ আসনটির প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিএনপি।

দলীয় সূত্র জানায়, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান। এছাড়াও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানও এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন।

জুলাই অভ্যুত্থানের পর থেকে মীর মুগ্ধর পরিবার দেশজুড়ে আলোচনায় রয়েছে। শহীদ পরিবারের একজন সদস্যের সরাসরি রাজনীতিতে যোগদানকে বিএনপি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সোমবার বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও ৬৩টি আসন ফাঁকা রেখেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন হলো ঢাকা-১৮।

বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে এই আসনটি থেকেই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে। ঢাকা-১৮ আসনটি গঠিত হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড এবং বৃহত্তর উত্তরায় অবস্থিত ৬টি থানা এলাকা নিয়ে।

স্নিগ্ধকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে তা তরুণ ভোটার এবং জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দলের হাইকমান্ড। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায়, স্নিগ্ধর মনোনয়নের গুঞ্জন আরও জোরাল হচ্ছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img