আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বুধবার, নভেম্বর ৫, ২০২৫
দেশজুড়েসমাবেশ থেকে ফেরার পথে বাসচাপায় বিএনপি’র ৩ কর্মীর মর্মান্তিক মৃত্যু

সমাবেশ থেকে ফেরার পথে বাসচাপায় বিএনপি’র ৩ কর্মীর মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের রামপালে সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিএনপি’র তিন কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)।

রামপাল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, রামপাল উপজেলার ভাগা বালুর মাঠে বিএনপির এক সভাবেশ শেষে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন নিহতরা। সন্ধ্যায় বাবুরবাড়ি বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img