আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বুধবার, নভেম্বর ৫, ২০২৫
দেশজুড়েফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর চাঁদপুর-৪ (ফ‌রিদগঞ্জ) আসনে এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করেছেন সমর্থকরা।

সোমবার (৩ ন‌ভেম্বর) বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল আলমগীর সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর উত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

এদিন রাত থে‌কে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মি‌ছি‌লে অংশ নেয়।

এম এ হান্নানের সমর্থকরা বলেন, আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক এম এ হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাকেই পুনরায় মনোনয়ন দেবেন।

তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে চাঁদপুর-৪ (ফ‌রিদগঞ্জ) সংসদীয় আসনে বিএন‌পির কেন্দ্রীয় ব‌্যাং‌কিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশি‌দের নাম ঘোষণা করা হয়।

এতে বিক্ষুব্ধ হ‌য়ে এম এ হান্নানের নেতাকর্মী বি‌ক্ষোভ মি‌ছিল শেষে ফ‌রিদগঞ্জ বাসস্ট্যান্ডে সড়‌কের মাঝে টায়ার জ্বেলে বিক্ষোভ করে। এ সময় দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img