আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বুধবার, নভেম্বর ৫, ২০২৫
দেশজুড়েকিশোরগঞ্জে মাস্ক ও হেলমেট পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

কিশোরগঞ্জে মাস্ক ও হেলমেট পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় হঠাৎ করেই এই মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও মাস্ক পরে প্রায় অর্ধশত তরুণ ওই মিছিলে অংশ নেন। মিছিলে তারা ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের বেশিরভাগের মুখই মাস্কে ঢাকা ছিল, যা কারণে অংশগ্রহণকারীদের সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান মিছিলের বিষয়টি স্বীকার করে জানান, এটি ছিল ছাত্রলীগের একটি সংক্ষিপ্ত কর্মসূচি। তারা বলেন, আমরা আগামী ১৩ নভেম্বর থেকে লকডাউন কর্মসূচি পালন করব, আজকের মিছিলটি ছিল তারই অংশ।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ছাত্রলীগের কোনো মিছিলের বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img