আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বুধবার, নভেম্বর ৫, ২০২৫
রাজধানীরাজধানীতে ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি চালকের মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি চালকের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কারাগারের মালামাল বহনকারী ট্রাক ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামে এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে সহকর্মীরা ওই ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, সোহাগের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার পূর্ব চরপদ্ম গ্রামে। তিনি কেরানীগঞ্জ জনজিরা এলাকায় থাকতো। তিনি ঠেলাগাড়ির দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল পৌঁছানোর কাজ করতেন।

তিনি আরও জানান, তারা কয়েকজন বংশাল আগামসি লেন থেকে ঠেলাগাড়ি বোঝাই করে ইট নিয়ে চকবাজার এলাকায় যাচ্ছিল। গাড়ি নিয়ে নাজিমুদ্দিন রোডের বড় মসজিদ এলাকায় আসলে কারাগারের মালামালা বহনকারী একটি ট্রাক ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হয় সোহাগ। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img