
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে নিখোঁজের দুই দিন পর আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় পাঁচ শিশুর মরদেহ উদ্ধার হলো।
রোববার (২ নভেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় নদীতে ভেসে ওঠে নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি বাড়িতে নিয়ে যায়।
এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ উপজেলায় সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নামে ডুবে যায় পাঁচ শিশু। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই আবু হাসান, সাইবা ও পলির মরদেহ উদ্ধার করে। পরদিন শনিবার উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ। আজ রোববার সকালে উদ্ধার করা হয় বৈশাখীর মরদেহ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে চরভাটিয়ানী আমতলী এলাকার পাঁচ শিশু। অনেক সময় হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজন ছেলে ও একজন মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে।


