আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বুধবার, নভেম্বর ৫, ২০২৫
আন্তর্জাতিকমেক্সিকোর সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩, আহত ১১

মেক্সিকোর সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩, আহত ১১

মেক্সিকোর সোনোরা রাজ্যের একটি সুপারমার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার (১ নভেম্বর) রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে ওয়ালডো’স নামের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।’

তিনি আরও জানান, আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে ‘হামলা’ বা ‘নাগরিকদের বিরুদ্ধে সহিংস ঘটনার’ কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে।

দুরাজো বলেন, ‘আমি এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img