ঢাকা, মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আন্তর্জাতিকদক্ষিণ লেবাননে ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাত, নিহত ৩

দক্ষিণ লেবাননে ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাত, নিহত ৩

আল জাজিরা

সংঘাতের ঘটনা ঘটেছে লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেনাদের। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজন হিজবুল্লাহর সদস্য।

গতকাল শুক্রবার সংঘাতের এ ঘটনা ঘটে বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের সেনারা ওই এলাকায় গোলা নিক্ষেপ করেছে।

গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে। হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লেবাননের শিয়াপন্থী হিজবুল্লাহ। ইরান এ সংগঠনকে সহায়তা দিয়ে থাকে বলে অভিযোগ পশ্চিমাদের।

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল তাদের যোদ্ধারা সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলা চালিয়েছে। মূলত গাজায় ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানানোর উদ্দেশ্যে এসব হামলা চালানো হয়।

এর বিপরীতে ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর ছোড়া দুটি রকেট তারা ধ্বংস করেছে। উত্তর ইসরায়েলের কয়েকটি শহরে সতর্কতা সাইরেন বাজানো হয়। ওই সময় মানুষজন নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ