আজ শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ বর্ষাকাল, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শুক্রবার, জুলাই ৪, ২০২৫
দেশজুড়েনওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. ইব্রাহিম নামে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) রাতে ইব্রাহিম সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যান।

বৃহস্পতিবার ভোরে একজোড়া মহিষ নিয়ে ফেরার পথে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন গ্রামবাসীরা।

ঘটনাটি ২২৮ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ঘটেছে। তবে এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত ইব্রাহিম জেলার সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।
বিজিবির নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম জানান, তারা সকাল থেকে ঘটনাটি লোকমুখে শুনছেন।

তবে এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -spot_img

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img