ঢাকা, বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি, 

বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
রাজধানীদুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাস্তা ছাড়বেন না

দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাস্তা ছাড়বেন না

অন্তর্বর্তীকালীন সরকারের দুই জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আন্দোলনকারী ভাইদের বলবো-এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।’

এর আগে এদিন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।

আদালতের এই আদেশের ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের রায়ের খবর পাওয়ার পরপরই ইশরাকের মেয়র হিসেবে শপথের দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।

সেখানে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। কাকরাইল মসজিদের সামনে ইশরাক হোসেনের হাজার হাজার সমর্থকরা যুমনার প্রবেশমুখে ব্যারিকেড সামনে অবস্থান নিয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, ‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ’, ‘যমুনা রে যমুনা, আমরা কিন্তু যাবো না’, ‘আসিফের পদত্যাগ, ঢাকাবাসীর দাবি এক’। কয়েকদিন ধরেই তার পদত্যাগ দাবি করছেন আন্দোলকারীরা।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখ আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়। এই সরকারে বর্তমানে দুইজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা রয়েছেন। তারা হলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img