
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের শীর্ষ নেতা এবং কুখ্যাত ‘ছোটন গ্যাং’য়ের সদস্য।
এতে উপদেষ্টা শপথ ভঙ্গ করেছেন। সুতরাং উপদেষ্টাকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। পাশাপাশি এজাজকে অপসারণ করতে হবে। বুধবার বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি করা হয়েছে।
সাবেক সচিব ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হিজবুত তাহরিরের নেতাকর্মীদের তালিকার ৫ নম্বরে এজাজের নাম উল্লেখ রয়েছে। নিয়োগের আগে তার গোয়েন্দা তথ্যও চাওয়া হয়নি। এজাজ শুধু নিষিদ্ধ সংগঠনের নেতাই নয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারেরও দোসর।
ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সেবার মান সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দুর্নীতিতেও এজাজ ফ্যাসিস্ট-দুর্নীতিবাজ সাবেক মেয়র আতিকুল ইসলামকেও ছাড়িয়ে গেছে। শুধু কুরবানির গরুর হাট ইজারাতেই ২২ কোটি টাকা লুটপাট হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ নিষিদ্ধ সংগঠনের নেতা এজাজকে প্রশাসক হিসাবে দেখতে চায় না।