
পিরোজপুরের বাড়িয়ায় বজ্রপাতে শাকিল আকন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের ইউসুফ আকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাঠে থাকা দুটি গরুকে আনতে যায় শাকিল ও তার মা। দুজনে একটি করে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে মায়ের সামনেই মারা যান শাকিল। আহত হন ওই মাও। পরে স্থানীয়রা লাশ ও আহত মাকে উদ্ধার করে।