ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি, 

বুধবার, মে ২১, ২০২৫
দেশজুড়েকারওয়ান বাজারের পুনর্বাসন কেন্দ্রে পথশিশুর মৃত্যু

কারওয়ান বাজারের পুনর্বাসন কেন্দ্রে পথশিশুর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত একটি সরকারি পথশিশু পুনর্বাসন কেন্দ্রে রহমতউল্লাহ (১২) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহমতউল্লাহকে মৃত ঘোষণা করেন

পুনর্বাসন কেন্দ্রের রেজিস্ট্রার অনুযায়ী, রহমতউল্লাহর ঠিকানা মুগদার মান্ডা এলাকায় এবং তার বাবার নাম মাসুম খান।

পুনর্বাসন কেন্দ্রের আবাসিক কর্মী সরজিত কুমার বিশ্বাস জানান, প্রায় দুই মাস আগে রহমতউল্লাহকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ওই কেন্দ্রে রাখা হয়। বর্তমানে ওই কেন্দ্রে ৬০ জনের বেশি শিশু রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার সকালে রহমতউল্লাহর হঠাৎ শ্বাসকষ্ট ও খিচুনি শুরু হয়। পরে দ্রুত তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, শিশুটি আগেই মারা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img