ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি, 

বুধবার, মে ২১, ২০২৫
দেশজুড়েনেত্রকোনায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নেত্রকোনায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার বারহাট্টায় সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষ হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার স্বল্প দশাল এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে হওয়া এ দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

পেশায় অটোরিকশা চালক নিহত মোফাজ্জল হোসেন (৪০) উপজেলা মহাজনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আহতরা হলেন উপজেলা নোয়াগাও গ্রামের হেলিম মিয়া (৩৯), মোসা. রুপা আক্তার (২২), একামনি আক্তার (২০), আব্দুল হাকিম (৫৫), নার্গিস আক্তার (৩৫), নাসির মিয়া (২২) ও উপজেলার গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রিয়াঙ্কা দাস বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে আটজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই একজন মারা যায়। বাকি সাতজনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত অটোরিকশাচালকের স্বজনরা জানান, বারহাট্টা হাসপাতাল থেকে একজন গুরুতর রোগীকে নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল মোফাজ্জল। পথে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত যাত্রী বাদশা মিয়া বলেন, ‘আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় আসতে ছিলাম। দশাল এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষ হয়। দুটি গাড়িই বেপরোয়াভাবে চালাচ্ছিল চালকেরা।’

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img