ঢাকা, বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি, 

বুধবার, মে ২১, ২০২৫
দেশজুড়েধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নাসিমা খাতুন (৫০) নামের এক গৃহবধূ।

বুধবার (১৪ মে) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা ওই গ্রামের স্কুলপাড়ার ফইম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একতলা বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন নাসিমা খাতুন। সকাল থেকেই একা ছাদে ছিলেন তিনি। অসাবধানতাবশত নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

সর্বশেষ


- বিজ্ঞাপন -spot_img