পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বৃহস্পতিবার সন্ধায় পাংশা সরকারি জর্জ হাইস্কুল মাঠে গনসমাবেশ করেছেন। মন্ত্রী হিসেবে শপথ নেবার পর এই প্রথম তিনি পাংশায় আগমন করলেন। মন্ত্রীর গন সমাবেশকে কেন্দ্র করে পাংশা জর্জ হাইস্কুল মাঠে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় দলিয় নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন মন্ত্রীকে ফুল দিয়ে বরন করে নেন। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন কর্তৃক আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দুকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো: ইয়ামিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান, জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,
বিশিষ্ট ব্যাবসায়ী উত্তম কুমার কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী অঙ্গসংগঠনের বিপুল সংক্ষক নেতাকর্মী। গনসমাবেশে সংক্ষিতপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, রাজবাড়ী রেলের শহর, আমি রাজবাড়ীকে সেই রেলের শহরে ফিরিয়ে আনতে চাই। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী সেখ হাসিনা আমার উপর আস্থা রাখতে রেখে রেল মন্ত্রনালয়ের মত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনারা দোয়া করবেন, আমি যেন সেই দায়িত্ব সঠিকভাবে আলন করতে পারি।