ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়েউপজেলাভালুকায় কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট

ভালুকায় কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে মালামাল লুট

রোমান আহমেদ নকিব , ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় আলতলি হামিদের মোড় নামক স্থানে বেইজবন কনস্ট্রাকশন ওয়ার্কশপ থেকে নৈশ প্রহরি ও মিস্ত্রিদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ১০/১৫ জন মুখোশধারী একদল ডাকাত। ঐ ওয়ার্কশপের নৈশপ্রহরি দুলাল মিয়া জানান, ১৭ জানুয়ারী বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ১০/১৫ জনের একদল মুখোশধারী লোক তাকে ও ওয়েল্ডিং মিস্ত্রি সবুজ ও সজিবকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ৫ জন তাদেরকে আটক রেখে বাকিরা ৪ টি ওয়েল্ডিং মেশিন, জেনারেটর বড় ১ টি, ড্রিল মেশিন ৩ টি, আয়রন ড্রিল ৩ টি, গ্যানিং মেশিন ১০টি, টোল বক্স যন্ত্রসহ ৪টি, ওয়েল্ডিং রড ৮ প্যাক, হ্যামার ৩ টি, হাতুরি ৫ টি, চেইন কাপ্পা ২ টি, বড় মটর ৩ টি, হাইস্পিট কাটার ৪ টি ও অন্যান্য  মালামাল সহ প্রায় ১০ লাখ টাকার লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে ওই ওয়ার্কশপের মালিক আলমগীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার ওয়ার্কশপ কারখানায় গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ