স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জঃ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষ্যে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের অর্থ বরাদ্দে মৌলিক অধিকারসহ সংগঠনের ১২দফা বাস্তবায়নের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮জানুয়ারী) দুপুরে জেলা শহরের নিউমার্কেট সংলগ্নে শহীদ সাটু হল মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে সভায় মিলিত হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা শহিদুল হুদা অলকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ, এসময় তিনি বলেন মহারাজপুরের নির্বাচনে এবং ২০০৮সালে আমার প্রথম নির্বাচনে এই ইমারত নির্মান শ্রমিক ভাইয়েরাই আমাকে সহযোগীতা করেছিলো তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তিনি আরও বলেন যদি সদর উপজেলার সকল নির্মান শ্রমিক ভাইয়েরা একত্রিত হয়ে মিডিয়ার মাধ্যমে যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট এসব দাবী পৌঁছে দিতে পারি তাহলে একটা সমাধানের দিকে এগীয়ে আসবে। এসময় তিনি জেলা ও উপজেলার সকল নির্মান শ্রমিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এতে অন্যানের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা শহিদুল হুদা অলক, জেলা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, জেলা কমিটি সহ-সভাপতি হাসেম আলী, সহ-সভাপতি মজিবুর রহমান ভিকু, উপস্থিত ছিলেন বারোঘরিয়া আঞ্চলিক শাখার সভাপতি চাঁদ বিশ্বাস সম্পাদক ওয়াসিম আলী, রাণিহাটি আঞ্চলিক শাখার সভাপতি শামসুল হক, সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক সেলিম রেজা প্রমূখ। এছারাও সংগঠনের অর্ধ্বশতাধিক নেতাকর্মীরাও এ মানববন্ধনে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com