ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়েগাংনীতে আগুন পোহাতে গিয়ে একজন অগ্নদগ্ধ

গাংনীতে আগুন পোহাতে গিয়ে একজন অগ্নদগ্ধ

গাংনী(মেহেরপুর)প্রতিনিধিঃ গাংনীর কল্যাণপুরে আগুন পোহাতে গিয়ে সাহাদুল ইসলাম(৫০) নামের এক দিনমজুর অগ্নীদগ্ধ হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে শতি নিবারনের জন্য আগুন পোহাচ্ছিলেন তিনি। তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সাহাদুল ওই গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী জানান, রাত নটার দিকে শীত নিবারনের জন্য বাড়ির পাশে আগুনের কুণ্ডলী করে সাহাদুল। হঠাত ওই আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসক সুমাইয়া শারমীন জানান, সাহাদুলের শরীরের অর্ধেকটা দগ্ধ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ