প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
সিলেট সুরমা নদীতে যুবকের ক্ষতবিক্ষত লাশ
সিলেট সংবাদদাতাঃ বুধবার (১৭ জানুয়ারি) সিলেট শহরের মেন্দিবাগসংলগ্ন সুরমা নদীর তীর থেকে ফয়েজ আহমদ (২০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আনুমানিক দুপুরে এই লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নিহত ফয়েজ আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুল বাঁক গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি নগরীর সোবহানীঘাট এলাকায় একটি কলোনীতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
সিলেট মহনগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, মারা যাওয়া ফয়েজ আহমদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ নগরীর মেন্দিবাগ সংলগ্ন সুরমা নদীর তীরে ফেলে গেছে। তবে কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কারা ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অপরাধীদের দ্রুতেই গ্রেফতার করা হবে।
তিনি বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়। এরপর ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com