ঢাকা, মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৬ হিজরি, 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশজুড়ে১২০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

১২০০ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

হানিফ মেহমুদ, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবারের শীত মৌসুমে জেলার ১হাজার ২০০শ জন অসহায়, দুস্থ, ছিন্নমূল খেটে খাওয়া ও পদ্মা ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে বুধবার (১৭জানুয়ারি) বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকার বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত নদী ভাঙ্গন কবলিত এলাকার দুস্থ অসহায় ছিন্নমূল ও খেটে খাওয়া পিছিয়ে পরা জনগোষ্ঠী নারী পুরুষদের মাঝে (শীতবস্ত্র) কম্বল বিতরন করা হয়। এসব শীত বস্ত্র বিতরন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।

বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান এ বছরের শীত মৌসুমে জেলায় ১হাজার দুইশত জন অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরনের অংশ হিসেবে আনুষ্ঠানিক ভাবে আজ ২য় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আলাতুলি ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সরেজমিনে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান আগামীদিনেও জেলা শহরের বিভিন্ন স্থানে এমন কার্যক্রম চলমান থাকবে। জেলার বিভিন্ন চরাঞ্চল এবং পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের সুবিধাবঞ্চিত নারী পুরুষদের মাঝে জেলার শীল্পপতি ব্যাবসায়ীদের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করে তাদের পাশে থাকবে চেম্বার কর্তৃপক্ষ। এসময় বরাবরের ন্যায় এমন মহৎ কাজ আগামীতেও বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ।

এসব শীতবস্ত্র বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা সদরের আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকার চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা চেম্বারের সাবেক পরিচালক এম কুরাইশি মিল্লু, বাহারাম আলী, শহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আরও খবর

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ