
নওগাঁর ধামইরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এসএসসি পরিক্ষা কেন্দ্র গুলোতে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল এগারোটা থেকে দুপুর ১ টা পর্যন্ত ধামইরহাটের বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার পক্ষে থেকে পানি, স্যালাইন ও বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশের ন্যায় ধামইরহাটেও এই কার্যক্রম পরিচালনা করে ছাত্রদল। এই কার্যক্রমে ছাত্রদলকে একান্তভাবে সহযোগিতা করেন নওগাঁ ৪৭/২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি জনাব খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সহ সম্পাদক ফিরোজ হোসেন, ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বিএনপির আহবায়ক মো. আজমল হোসেন চৌধুরী, সাবেক যুগ্ন আহবায়ক ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদার রহমান,
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মামুনুর রশিদ মামুন, যুগ্ন আহবায়ক রনি বাবু, পত্নীতলা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিল্লাহ হাসান, ধামইরহাট উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাকিব চৌধুরী।