প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ
প্রস্তুত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
রূপগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে এবার ২১ দিন পিছিয়ে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হতে যাচ্ছে ২১ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এ মেলা। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) স্টল ও প্যাভিলিয়ন প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। এবার পর্যাপ্ত নিরাপত্তা আর যোগাযোগ ব্যবস্থার সফল মেলা হতে যাচ্ছে বলছেন মেলার আয়োজকরা।
সূত্রমতে ২১ জানুয়ারি পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মেলার ২৮তম এ আসর পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে এবার বসছে ৩য় আসর। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এর আয়োজক। ইতোমধ্যে কাজ শুরু করেছেন স্টল বরাদ্দ প্রাপ্ত ব্যবসায়ীরা।
ব্যবসায়ী ইমন হাসান খোকন বলেন, বরাবর এ মেলা থেকে দেশের পন্যগুলো বিদেশে রপ্তানি আদেশ পায়। এতে দেশের বাণিজ্যিক সমৃদ্ধি ঘটে। মেলাকে ঘিরে স্থানীয় লোকজনও নানাভাবে আবাসন, দোকান ঘর নির্মান করে আয় করতে পারে। স্থানীয়দের জমির দাম বৃদ্ধি পেয়েছে ইতোমধ্যে। সব মিলিয়ে এ মেলার আসর ঘিরে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।
মেলার প্রবেশপথ ঠিকাদার আব্দুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী
মোঃ ছালাউদ্দিন ভুইয়া বলেন, মেলাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও এবার যোগাযোগ ব্যবস্থা ভালো। শেখ হাসিনা সরণি তথা ৩শ ফুট সড়কের কারনে ঢাকা থেকে লোকজন সরাসরি যাতায়াতে সুবিধায় আধুনিকায়ন সুবিধা পাবে। এছাড়াও গাড়ী পার্কিংসহ সব ধরনের আয়োজন সম্পন্ন হচ্ছে।
মেলা সূত্র জানায়, এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে । এর মধ্যে রয়েছে ১৮টি বিদেশি স্টল । বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এবারের মেলায় অংশ নেবেন। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তারাও তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। তাই পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার
আবির হাসান। তিনি বলেন,৪ স্তরের নিরাপত্তা বেস্টনীতে মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তায় এবারও ৭ শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়োজিত থাকবে। এছাড়াও ক্লোজ সার্কিট ক্যামেরা, সড়কের নিরাপত্তায় কৌশলগত নিরাপত্তা সার্ভিস থাকবে।
এদিকে সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্য মেলা শুরুর সময় পেছানো হয়। গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নতুন সরকারের দায়িত্ব গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে মেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com