
পাবনায় পরীক্ষা শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার আবুল খাঁর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেড়া উপজেলার ঢালারচর গ্রামের বাসিন্দা এবং ঢারারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিমের ছেলে আসাদ উল্লাহ (১৭) এবং সাঁথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জোবায়ের হোসেন (১৭)। তারা দুজনই বেড়া উপজেলার কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার পরীক্ষা শেষে ৪টি মোটরসাইকেলে ৮ বন্ধু আমিনপুরে ঘুরতে বের হয়। একটি মোটরসাইকেলে ছিল আসাদ উল্লাহ ও জোবায়ের। আনুমানিক সাড়ে ৫টার দিকে তারা কাশিনাথপুর-কাজিরহাট রোডের আবুল খাঁর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় অটোবাইক ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়।
আমিনপুর থানার ওসি নুরুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এদিকে দুই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিজ্ঞান স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।