ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির আওয়ামীলীগ নেতা শাহ আলম ওরফে রিপন মল্লিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। শাহ আলম ওরফে রিপন মল্লিক আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড সভাপতি বলে জানা গেছে। শাহ আলম ওরফে রিপন মল্লিকের ভাই মনির মল্লিক জানান, গত সোমবার রাত ১০ টার পরে শাহ আলম ওরফে রিপন মল্লিককে প্রতিবেশি শিরিন আক্তারের বাড়ীতে ডেকে নেয়া হয়। রাতে আমরা খবর পাই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে গিয়ে আমরা রিপন মল্লিককে মৃত অবস্থায় পাই। তার মাথার পিছনে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখতে পাই। রিপন মল্লিককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। রিপন মল্লিক শিরিনের কাছে জমি বিক্রির টাকা পেত বলে জানান রিপনের ভাই। অন্যদিকে ঝালকাঠি সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা এটাকে হত্যাকান্ড মনে করছি। এর পিছনে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছি। পোষ্টমর্টেম রিপোর্ট পাবার পরে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় শিরিন আক্তার নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সহকারি পুলিশ সুপার বলেন, শিরিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে গত সোমবার রাতে রিপন তার ঘরে ঢুকে জামা কাপড় খুলে ফেলে। এ অবস্থায সে ডাক চিৎকার দেয় এবং রিপনকে ধাক্কা দেয়। এক পর্যায় রিপন পরে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে এলাকাবাসী এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
সহকারি পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনিন। করলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। রিপনের ভাই মনির মল্লিক বলেন, এ ব্যাপারে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com