স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জঃ প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার এর ১৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জানুয়ারী) দিনব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করে মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদ।
বিকালে আসর নামাজের পরে তার নামে নামায়িত সড়কে প্রাক্তন গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের নিজ বাসভবন হক মঞ্জিলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাচ্চু ডাক্তারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে দুপুরে বালিয়াডাঙ্গা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয় এবং সকালে মরহুমের বাসায় কুরআন খতম করানো হয়।
ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমের মেয়ে সংরক্ষিত নারী আসনের প্রাক্তন সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, বালুগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক নেতা শহিদুল হুদা অলক এবং মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদের আহব্বায়ক বীরমুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোস্তাফিজুর রহমান মির্জা। বার্তা সম্পাদক: নাদিম হাসান মির্জা। বিভাগীয় প্রধান (অনলাইন): নূর মিয়া। দৈনিক দিনের কণ্ঠ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক কমর লেন, ফকিরাপুল, ঢাকা-১২২৩ থেকে প্রকাশিত এবং টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, এসএসবি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত। মোবাইল নম্বর: ০১৬৪৪৭৯০০৭৯, পিবিএক্স ০৯৬৩৮৮৪৩৪৬২, ই-মেইল: info@dinerkantho.com, news@dinerkantho.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। | www.dinerkantho.com